এক দফা, এক দাবী- কসাই কাদেরের ফাঁসি, ফাঁসি।
বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের পর আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, আওয়ামী লীগের পদ্মা সেতু নাটকও হজম করে ফেলতে চেয়েছিলাম, দুই আবুলরেও ক্ষমা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম- শুধুমাত্র একটি জিনিসের আশায়— সব রাজাকারের ফাঁসি চাই আমি, জামাত শিবিরের নিষিদ্ধ ঘোষনা চাই আমি।
এই রায় সাজানো, আরেকটি আওয়ামী নাটক। কিন্তু বাংলার জনগণ এতো বোকা নয়! সামনে আরো দিন আছে! ভোট প্রার্থনা করতে আসার আগে হাসিনার বোঝা উচিত- জনগন কি চায়।
বাংলার জনগন এখন–
গোলাম আযমের ফাঁসি চায়
নিজামীর ফাঁসি চায়
সাইদীর ফাঁসি চায়
কাদের মোল্লার ফাঁসি চায়
সাকা চৌ এর ফাঁসি চায়
সকল যুদ্ধপরাধীর ফাঁসি চায়
আর এই মুহূর্তেই বাচ্চু রাজাকারকে বন্দী দেখতে চায়, ফাসির রায় দ্রুত কার্যকর দেখতে চায়, ————– নইলে—–
আগামী নির্বাচনে আমি আমার বাসার দরজায় কোনো আওয়ামী নেতাকে ভোট চাইতে আসতে দিবো না।