আমার আমি

আমি নিয়াজ, পেশায় ডাক্তার, নেশায় সিনেমাখোর আর শখের সাহিত্যিক। স্কুল জীবনে কিছু কিছু লেখা হতো কিন্তু মেডিকেলে এসে ছুরি-কাচি ধরে সাহিত্যের সব কিছুই ভুলে বসে আছি। ইদানীং রোগী দেখার ফাঁকে ল্যাপটপ নিয়ে আবার বসছি, কয়েকটি ব্লগে লেখা লিখছি, বন্ধুদের উৎসাহ পাচ্ছি।

মুক্তব্লগ ও সামুতে আমার নিক ডাঃ নিয়াজ, আর চতুর্মাত্রিক ও শব্দনীড়ে ডাক্তারের রোজনামচা। নিজের সম্পর্কে আমার ধারণা-“আমি নিরালায় একা খুজেঁ ফিরি তারে, ‍স্বপ্নবিলাসী, কল্পনাপ্রবণ আমার আমিরে………”।

আমার প্রফেশনাল একাউন্টঃ http://www.drniaz.com

সবাইকে আমার ব্লগ ঘুরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

21 thoughts on “আমার আমি

  1. তোমায় প্রথম দেখেছিলাম
    শাহীন কাদের

    তোমায় দেখেছিলাম প্রভাত ফেরির মিছিলে,
    সেদিন তুমি শহীদ মিনারে ফুল দিতে এসেছিলে।
    আমিও ফুল দিয়ে মাথাটা তুলতে যাব
    আর তখনি তোমার কপোল এসে আমার কপোলে নক করে যায়
    ফলে তোমার গলার হার আমার হৃদয়ের বোতামে আটকে যায়।
    তুমি হারটি টান দিতেই আমার হৃদয়ের জানালার সিটকানিতে টান পড়ে।
    তখন আমার হৃদয়ের সব গুলো জানালা খুলে যায়
    আর তখন ভোরের শীতল বাতাস ঢোকে আমার হৃদয় কুটিরে।
    আর এতো দিনের তপ্ত হৃদয় আমার মুহূর্তের মাঝে শীতল হয়ে যায়।
    আমার হৃদয় তখন আওয়াজ তোলে, কে তুমি?
    তুমি বললে, আমি প্রভাত ফেরি।
    আমি বলি, না তুমি আমার স্বপ্ন তুমি আমার মানসী।
    তখন তুমি বললে, কি বলেন কিছুই তো শুনতে পেলাম না?
    একথা বলে হারটা ছাড়িয়ে নিলে।
    কিন্তু আমার বুকে থেকে গেল তোমার ভালবাসার স্বাক্ষর।
    আমি চীৎকার দিলাম, দাঁড়াও হে যেওনা আমায় ছাড়ি।
    তুমি শুনতে পেলে না।
    কারণ তখন চতুর্দিকে বাজছিল প্রভাত ফেরির গান।
    আমি তোমার পিছু পিছু ছুটতে থাকি।
    কিন্তু সেদিন তুমি প্রভাত ফেরির মিছিলের ভিতর মিলিয়ে গেলে।
    আমিও জানতে পারি তুমিও আমায় খুজে ফিরেছে।
    কারণ তুমিও যে আমার নাম বুকে ধারন করে রেখেছে।
    এইতো আমার নামের প্রথম অক্ষর তোমার বুকে আটকে ছিল।

    সৌদি আরব জুবাইল, ১০/১২/২০১৩

  2. ও, এখানে লিখতে হয় নিজের কথা! আড্ডাও দেওয়া যায় তো!!
    আচ্ছা আমার ব্লগে সময় পরিবর্তনের উপায় কী? গ্রীনউইচ টাইম (GMT) দেখায় যে!!
    তোমার ব্লগ দেখে মনে হচ্ছে, আমার ব্লগের সজ্জা তোমারটার মত হলেই ভাল হত! এখনকারটা আন্দাজে করেছি, কী ভাবে আরো সুন্দর করা যায় জানালে কৃতার্থ হবো।

  3. অভিনন্দন! অভিনন্দন!
    চমৎকার আপনার সুড়ঙ্গ! 😛 🙂

      • আমি আপনার ব্লগে একটা উপন্যাস ছাপাতে চাই। কিভাবে ছাপাব জানালে খুসি হব

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s