মুখ ও গলার ক্যান্সারের কারণ ও প্রতিরোধ

একজন ডাক্তার হিসেবে বলতে পারি আমাদের দেশে ক্যান্সার সম্পর্কে সাধারন মানুষের মধ্যে খুব ভালো একটা ধারণা নেই । বেশিরভাগই জানেন না ক্যান্সার কি, কেন হয়, লক্ষণ কি কি এবং প্রতিকার বা চিকিৎসা কি । সে জন্যই এই লেখা । বাংলাদেশে লিঙ্গ এবং বয়স ভেদে মুখ ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশী, তাই আজ মুখ ও গলার ক্যান্সার নিয়েই আলোচনা করবো । এই আলোচনা বিস্তারিত নয়, শুধুমাত্র পয়েন্ট আকারে নাগরিকদের সচেতেনতা বৃ্দ্ধির জন্য।

    মুখ ও গলার ক্যান্সারের স্থান


 মুখ গহ্বর (ওরাল ক্যাভিটি)
 গলবিল (ফ্যারিংস)
 কন্ঠনালী (ল্যারিংস)
 নাক (ন্যাসাল ক্যাভিটি)
 নাকের হাড়ের ভিতর বায়ু গহ্বর (প্যারা নাসাল সাইনাস)
 অন্যান্য – লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি ইত্যাদি।

    মুখ ও গলার ক্যান্সারের কারণ


 ধূমপান
 এ্যলকোহল সেবন
 পান পাতা চিবন
 অতি-বেগুনী রশ্মি (UV light) এবং পেশাগত ঝুঁকি
 কিছু কিছু ভাইরাস, যেমনঃ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ইপ্সটেইনবার ভাইরাস
 অপুষ্টি এবং ভিটামিনের অভাব
 গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ (GERD)
 দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
 মুখের ভিতরে সাদা দাগ বা লিউকোপ্লাকিয়া (Leukoplakia)

    মুখ ও গলার ক্যান্সারের লক্ষণসমূহ

সাধারণ লক্ষণসমূহ
 যে কোনো গুটি বা ঘা, যা সাধারণ চিকিৎসায় সারছে না
 গলার ভিতরের কোনো ঘা, যা সাধারণ চিকিৎসায় সারছে না
 ঢোক গিলতে অসুবিধা হওয়া
 গলার স্বর ভেঙ্গে যাওয়া বা পরিবর্তন হওয়া

মুখ-গহবর
 মাড়ি, জিহ্বা বা মুখের ভিতরে সাদা বা লাল ক্ষত
 চোয়ালের কোনো ফোলা যা দাঁতকে ঠিক রাখেনা বা অস্বস্তিকর
 মুখ-গহ্বরে অস্বাভাবিক রক্তক্ষরণ বা ব্যাথা

গলবিল ও কন্ঠনালী
 গলবিলের উপরের অংশ: কানে ব্যাথা
 গলবিলের সাথে নাকের অংশ : শ্বাসকষ্ট অথবা কথা বলতে অসুবিধা হওয়া, ঘন ঘন মাথা ব্যাথা, কানে ব্যাথা বা বাশিঁর মতো শব্দ শোনা অথবা কম শোনা
 কন্ঠনালী : ঢোক গিলতে ব্যাথা পাওয়া অথবা কানে ব্যাথা

নাক ও নাকের হাড়ের ভিতর বায়ু গহ্বর
 নাকের হাড়ের ভিতর যে সব বায়ু গহ্বর অবরুদ্ধ হয়ে আছে কিন্তু সাধারন চিকিৎসায় সারছে না
 ক্রনিক সাইনাস ইনফেকশন যা এন্টিবায়োটিক দেওয়া সত্তেও সারছে না
 নাক হতে অস্বাভাবিক রক্তক্ষরণ
 ঘন ঘন মাথা ব্যাথা
 চোখ ফুলে যাওয়া অথবা চোখের অন্য কোনো সমস্যা
 উপরের মাড়ির দাঁতে ব্যাথা

লালা গ্রন্থি
 থুতনির নিচে বা চোয়ালের হাড়ের আশে পাশে ফুলে যাওয়া
 মুখমন্ডলের মাংশপেশী অবশ বা অসাড় হয়ে যাওয়া
 মুখমন্ডল, থুতনি বা ঘাড়ের ব্যাথা যা সারছে না

    মুখ ও গলার ক্যান্সার নিশ্চিতকরণ


 উপরের যে কোনো লক্ষণ দেখা যাওয়ার পর ২-৩ সপ্তাহ স্থায়ী হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে যাতে প্রাথমিক অবস্থাতেই রোগ নির্ণয় করা যায়
 ক্যান্সার চিকিৎসার সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় প্রাথমিক অবস্থাতেই রোগ নির্ণয় করা গেলে
 সাধারণ পরীক্ষা-নিরীক্ষা শেষে (Medical history, physical exam, imaging techniques, including X-rays, CT scans, and MRI) ক্যান্সার নিশ্চিত করতে ক্ষতস্থানের টুকরো বা রস সংগ্রহ করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে (Biopsy) ক্যান্সার নিশ্চিত করা হয়

    চিকিৎসা পদ্ধতি


মুখ ও গলার ক্যান্সারের চিকিৎসায় রয়েছে নানা পদ্ধতি –
 অপারেশন
 রেডিয়েশন
 কেমোথেরাপী
ক্যান্সারের কোন অবস্থায় কোন ধরনের চিকি্ৎসা প্রয়োজন, সেই সিদ্ধান্ত নেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

    পূণর্বাসন প্রক্রিয়া (Rehabilitation or support options)


 ফিসিক্যাল থেরাপী
 খাদ্যভাসে পরিবর্তন
 স্পীচ থেরাপী
 ল্যারিংগেকটমির পরে কিভাবে stoma পরিচর্যা করতে হয় তা শেখা

    মুখ ও গলার ক্যান্সারের প্রতিরোধ


 ক্যান্সার হবার ঝুঁকিপূর্ণ বিষয় গুলো পরিহার করাই ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ
 নিয়মিত দাঁতের পরীক্ষার মাধ্যমে মুখ গহ্বরের ক্যান্সার-পূর্ব ক্ষত (pre-cancerous lesions) সনাক্ত করা সম্ভব
 প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করা গেলে এর চিকিৎসা করা তুলনামূলক ভাবে সহজ হয় এবং বেচেঁ থাকার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়
 HPV vaccines HPV হতে সৃষ্ট মুখ ও গহ্বরের ক্যান্সার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ রাখছে

    মুখ ও গলার ক্যান্সারের ঝুঁকি কমাতে ৭ টি প্রধান উপদেশ


 ধূমপান অথবা অন্য কোনো তামাক পাতা সেবন করবেন না
 এ্যলকোহল বা মদ্যপান করবেন না
 কখনই একসাথে এ্যলকোহল এবং ধূমপান করবেন না
 চিকিৎসার পর পুনরায় মদ্যপান বা ধূমপান শুরু করবেন না
 দীর্ঘ সময় সূর্যতাপ পরিহার করূন
 মুখ গহ্বর পরিষ্কার রাখুন এবং নিয়মিত ভাবে দাঁতের ডাক্তারকে দেখান
 অনিরাপদ যৌন মিলন পরিহার করুন

    বাড়িতে বসে সহজেই নিজের গলা ও মুখ-গহ্বর পরীক্ষা করার পদ্ধতি


 আপনি কি ধূমপান করেন?
 আপনি কি অতিরিক্ত পরিমানে এ্যলকোহল সেবন করেন?
 আপনার কি ঢোক গিলতে বা কোনো কিছু চিবাতে কোনো অসুবিধা হয়?
 আপনার কি এমন বদভ্যাস আছে যাতে আপনার ঠোট কেটে যায়?
 আপনি কি নকল দাঁত ব্যবহার করেন যা পুরোনো বা ঠিকমতো বসেনি?
 আপনি কি আপনার মুখের যে কোনো জায়গায় কখনো কোনো ফোলা বা পিন্ড লক্ষ্য করেছেন?
 আপনি কি আপনার মুখের ভিতরে কোনো সাদা, লাল বা গাঢ় ক্ষত লক্ষ্য করেছেন?
 আপনি কি কখনো আপনার মুখে বা ঘাড়ে বা মুখমন্ডলের যে কোনো জায়গায় ঝিন ঝিন বা অসাড়তা অনুভব করেছেন?
 আপনি কি আপনার মুখের ভিতরের কোনো জায়গা হতে বার বার রক্তক্ষরণ লক্ষ্য করেছেন?

40 thoughts on “মুখ ও গলার ক্যান্সারের কারণ ও প্রতিরোধ

  1. আমার জিহ্বায় মাছের কাটা ফুটে গেছে কি করবো

  2. জিভের গুড়ায় হালকা গুটি গুটি এবং হলুদ ভাব,তালু সাদা , গলায় লাল লাল স্পট দেখা যাই ,হালকা কাশি আসে মাঝে মাঝে ,গলা ব্যাথা নাই ,খাবারের কোন অসুবিধা নেই , অন্য কোন সমস্যা নাই। এইটা কি কাভিটের লক্ষণ। সময়কাল ২০-২৫ দিন যাবৎ এই সম্যসাই আসে। এখন আমার করণীয় কি আসা করি উত্তর পাব.

  3. আমার আম্মুর গলা ব্যাথা, গলায় ঘা, গলা ফুলে গেছে অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছি। অনেক ঔষুধ ব্যবহার করছি কোনো উপকার পাচ্ছি নাহ,, কি করা যায়


  4. আমার মুখের গহ্বরের ভিতরে দাঁতের মারি থেকে মাংস বেড়ে পুড়ো মুখ ভরে গিয়েছে এখন আমার কি করনীয়। আমার নাম সৌরভ বিশ্বাস । আমার বাড়ি মনোহরদী নরসিংদী জেলার খিদিরপুর গ্রামে বসবাস করি।please help me for my life..

  5. আমার মার থুতনির নিচে চোয়ালের মাঝে চাকা 2 দিন যাবত।আর চাকাটি ব্যথা করে।কি করা যায় কেউ বলেন প্লিজ 🙏🙏

  6. আমার মুখের ভিতরে জিব্বার গোড়ায় অনেক দিন থেকে ঘা এবং চোয়ালের দু পাশে সুড়ঙ্গ যা থেকে সাদা সাদা কিছু বের হয়।
    আমি জানতে চায় এটার লক্ষন কি এবং আমাকে কি করতে হবে

  7. আমার অনেকদিন যাবত গলার উপরে প্রায় কান ও মাথা বরাবর গুটির মত দেখা যায়, এইগুলা যাচ্ছে না, মাঝে মাঝে হালকা মাথা ব্যাথা করে, পেনের বাতাসে নিশ্বাস নিলে হালকা ব্যাথা করে, আসলে এগুলো কি , যদি একটু বলতেন উপক্রিত হতাম

  8. অামার ঠোটের ভিতরের অংশে একটা ফোট হয়েছে এক মাস হয়ে গেল কমে না, যদিও একটু কমে অাবার ২দিন পর যেমন তেমনি হয়ে যায়, দয়া করে বলবেন এটা কি হতে পারে, বা ঠিক হবে কিভাবে?

  9. অামার ঠোটের ভিতরের অংশে একটা ফোট হয়েছে এক মাস হয়ে গেল কমে না, যদিও একটু কমে অাবার ২দিন পর যেমন তেমনি হয়ে যায়, দয়া করে বলবেন এটা কি হতে পারে, বা ঠিক হবে কিভাবে?

  10. ড: এস এম নিয়াজ মাওলা
    ———————————-
    আপনার চেম্বারের ঠিকানাটা আমার দরকার। কেননা আমার মনে হয় আপনি একজন বিশেষগ্য ডাক্তার তাই আমার আপনি কোন হসপিটালে বসেন ঐটার একটা ইনফরমেশন দিলে অনেক খুসি হব।
    বা যদি কোন ভাই এই ডাক্তারের ঠিকানা দিতে পারেন তাইলে অনেক উপকি্রত হইতাম।
    ধয়া করে একটু সাহায্য করুন ডাক্তারের ঠিকানাটা দিয়ে।
    ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

  11. আমার মুখের হা আগের তুলনায় ছোট হয়েছে।জিভের মাঝখানে সাদা ভাব এসেছে।এছাড়া আর কোনো অসুবিধা নাই

  12. আামার গলায় ঘা,আমি অনেক চিকাত্সা িনয়েছি তবুও আমার ঘা ভালো হচ্ছে না।আমার গলায় দুই ধারে হলুদ সরছে দানার মতো কিছু দেখা যায়।আামি বরতমানে কিছু গিলতে পারছিনা।পানি খেতেও বেথা করসে।আমার রুগটির নাম এবং এর সমাধান জানতে চাই।

    • আমার গলার ভিতরে অনেক গা, লাল হয়ে আছে, কিছু খেতে পারি না, গিলতে কষ্ট হয় খুব, পানি খেতে ও অনেক কষ্ট হয়, কথা ও বলতে পারি না একদম,। এটা কি রোক, এটার সমাধান কি???

  13. Amr baba ….kissu khate parche na.
    Golai …gool ki jno hoyeche …Dhek dei kissu khon por por.
    Soril onek durbol.
    Amn obostai ki kra jai vai plz aktu bolben.

  14. আমার নাম মো: সুমন সমস্যা হল আমার গলার ভিতর অনেক বছর আগে চুলকাত। চুকালে আমি তখন উপরের দিকে টানলে থুথু সাথে ব্লাড আসত তা পরে আর আসে নি এখন তা আবার দেখা দিয়েছে। আর আমার ঠানডার সমস্যা বেশি আমি এখন কি করতে পারি স্যার। আমার বয়স ২৯

  15. আমার নাম মো:সুমন বয়স ২৯ অনেক বছর আগে গলার ভিতর চুলকাত এবং উপরের দিকে টানলে থু থু সাথে ব্লাড আসত। তা পরে ভাল হয়ে যায়। এখন আবার দেখা দিছে আর আমার ঠানডার সমস্যা বেশি স্যার আমি এখন কি করব

  16. amar ekta banga dater theke rokto ber hoto.kicudin holo dat uthieci.ekhon amar mukhe ga hoyece shathe kicuta toncil o fulece.bujte partecina ze eta ki dat utanur jonne holo kina?

  17. আমার নাকের হাড় বাকা, অনেকদিন যাবত আমার গলায় ছোট ছোট বিচির মত লাগে, ডোক গিলতে অসুবিদে হয়, মুখের ভিতরেও কেমন কেমন লাগে এখন কি করা

  18. আমার নাম মোঃ সাগর হাওলাদার বাড়ি ফরিদপুর আমার আজ থেকে ২ বসর আগে গলায় টনসিল হইছিল তখন আমার বয়স ছিল ১৯ আর এখন ২১ এতো দিন ভালই ছিলাম এখন একটু সমস্যা দেখা দিছে তা হলো টনসিলের ভিতর সাদা সাদা গোল গোল বেরুলে টিপ দিলে খুব দুর গন্ধ হয়। ওইটা কি এবং কেনো হয়।

  19. আমার দাতের মাড়ি থেকে প্রায় সবসময়ই রক্ত পড়ে। আর মাঝে মাঝে সাদা সাদা ক্ষত হয়, তখন মুখে খুব ব্যাথা এবং বাজে গন্ধ হয়। আর মাঝে মাঝে চোয়ালে ফুলে যায় আর একটা ছিদ্র আছে চোয়ালে।

  20. আমার ঢোক গিলতে সামান্য বাধা অনুভব করি এক বছর যাবৎ। এক মাস আগে দুবাই এক হসপিটালে গলা এক্সরে করছি। বলছে কোনো সমস্যা নাই। কফ গ্যাস্টিকের সিরাফ দিয়েছে , আট দশ দিন ভালো ছিলাম, বতর্মানে ঢোক বাধে। গলা শুকায়। অনেক সময় গাঢ় টানে। রুমের এসির বাতাসে শ্বাস বন্ধ হয়ে যায়। ধুলা বালিতে যেতে পারিনা শ্বাস কষ্ট হয়

    • আমার এখানে লিখা ঢ়োক খিলতে সমস্যা মুখে সাদা ভাব
      অার ফোলা ভাব ব্যাথা

  21. আমার গলায় মাছের কাটার মত লেগে থাকে এবং ঢোক গিললে মনে হয় যেন গলায় কি যেন আটকে আছে। এন্টিবায়েটিক খেলে থেমে থাকে। কোন বেতা নাই পরামশ দিলে ভালো হতো।

  22. আমার নাম লাভলু।বয়স ২৪। আমার গলার রগ এ টান পড়ছে,,,ডান কাত করে শুলে বাম কাধ হতে ইচ্ছে করে আবার ডান কাত হতে গিয়ে গলার রগে কেমন জানি একটা টান পড়ছে,,,২দিন যাবত এমন হচ্ছে,, এযেন এক অসয্য যন্রনা,এটা কি কোন রোগ,, এমতাবস্থায় আমার এখন কি করব

  23. আমার নাম লাভলু।বয়স ২৪। আমার গলার রগ এ টান পড়ছে,,,ডান কাত করে শুলে বাম কাধ হতে ইচ্ছে করে আবার ডান কাত হতে গিয়ে গলার রগে কেমন জানি একটা টান পড়ছে,,,২দিন যাবত এমন হচ্ছে,, এযেন এক অসয্য যন্রনা,এটা কি কোন রোগ,, এমতাবস্থায় আমার এখন কি করা উচিত,,,সুপরামরশ দিলে উপক্রিত হব।ল

    • আমার নাম লাভলু।বয়স ২৪। আমার গলার রগ এ টান পড়ছে,,,ডান কাত করে শুলে বাম কাধ হতে ইচ্ছে করে আবার ডান কাত হতে গিয়ে গলার রগে কেমন জানি একটা টান পড়ছে,,,২দিন যাবত এমন হচ্ছে,, এযেন এক অসয্য যন্রনা,এটা কি কোন রোগ,, এমতাবস্থায় আমার এখন কি করা

  24. আমার গলার ভিতরে তিন দিন ধরে ঝিন ঝিন করছে এবং মুখের ভিতরে সাদা ছচছে ।।।এখন আমি কি করেত পারি ।

  25. আমার ৮ মাস আগে গলায় একটা টনসেল হয়৷ আর তার ৩-৪ মাস পরে গলার অনেকটাই ফুলে যায় ৷ এভাবে কোনো সমস্যা নাই তবে মাঝে মাঝে চিন চিন করে বেথা করে৷
    কানে ও মাঝে মাঝে হালকা বেথা হয়৷
    আমি এখন কি করবো? কি করা উচিত? যানালে কৄতজ্ঞ হবো৷

  26. আসসালামু আলাইকুম। আমার নাম নুরজাহান আমার বয়স ৩৪. আমার গলায় কথা বললে ব্যথা অনুভব হয়।এবং মাঝে মাঝে গলা – কান চুলকায়।এবং সামনের চারটা করে উপর নিচের আটটি দাতে কোন শক্তি পাইনা।খানাতেও রুচি নেই। শরিরও বেশ শুকাচ্ছে।এরি মধ্যে আলট্রাসাউন্ড করে জানলাম গলায় নাকি গুস্ত বারছে।এখন আমি কি করতে পারি জদি আপনার মুল্যবান সময় ব্যয় করে পবিত্র রমজান মাসে এই চার সন্তানের জননিকে কিছু পরামর্শ দিতেন।তাহলে কৃতজ্ঞ থাকব।আল্লাহ আপনার দুনিয়া ও আখিরাতের মঙল করুক।আমিন।আল্লাহ হাফেজ।

    • অামার মুখের তালু ফুলে অাছে সাথে ঘা ও অাছে মুখের তলু প্রচুর প্রদাহ করে পাশাপাশি উপরের পাটির দাত ব্যাথা করে এটা নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউ রোগ ধরতে পারেনি।এটা এখন এটা অামার মানসিক যন্ত্রনার কারন হয়ে দাড়িয়েছে।
      প্লীজ হেল্প মি।

  27. আমার নাম ইমরান আমার ও এমন হইছে এ বছর জিহ্বার শেষ অংশে দুই পাশে সাদা সাদা দুটি কি যেন বাহির হইছে, খাবার খাইতে সমস্যা হয়, গলায় দিয়া নিছে নামতে চা না,এখন আমি কি করব,আমি আছি সিংগাপুর,,।

  28. আমি কবির- সামান্য পরিশ্রমে অথবা একটু গরমে আমার মাথা প্রচন্ড ভাবে ঘামতে থাকে এবং গা বেয়ে পরতে থাকে। কি করা উচিৎ?

  29. আমি তারেক : বয়স 25 ; 3/4 মাস আগে সবধরনের নেশাদ্রব্য বন্ধ করেছি (ধুমপান) কারন তখন হঠাৎ প্রচন্ড শুষ্ক কাশি ;টনসিল ও জ্বর হয়. আজ 10/12 দিন ধরে বাম চোয়ালের পাশে একটি গুটির মত হয়েছে. মাঝেমধ্যে হালকা ব্যথা করে Amoxycillin Capsule 500 mg; পেরাসিটামল. 7 দিন খেয়েছি ; প্রথমে একটু কমেছিল এখন আবার আগের মতই ; আজ রাতে ঔষধ শেষ হবে. এখন কি করা উচিত.

  30. আমার গলায় সবসময় মনে হয় কোন কিছু আটকে থাকে
    কোনো বেথা জালাযন্ত্রনা নাই এই সমস্যা হয়েছে ১ বসর।
    সব রকম আন্টিব্যাইটিক খাইছি কোন লাভ হয় নাই।
    আমি আগে ধুমপান করতাম তার পর আমার খুব ঠান্ড গাড়ো
    কক উঠতো হঠাৎ একদিন গলায় কক আটকে যায় তার পরথেকে।
    এই সমস্যা বুকে মাজে মাজে সব্ধ হয় ঠান্ড পানি খেলে কক উঠে আসে
    এখন আমি কি করবো

    • আমার সমস্যা আমার জিহবা ব্যাথা ও জালা পোরা করে
      কারন
      ৭বছর আগে আমার গলায় সমস্যা হয়েছিলো কিনতু ডাঃ
      গলা চেক করতে গিয়ে জিহবা টেনে গলা চেক করেছে তখনেই
      আমি জিহবায় ব্যাথা পাইছি ভাবছি এটা সামান্য ব্যাথা সেরে যাবে
      কিনতু আজ ৭ বছর হয়ে যাচছে আমার জিহবার ব্যাথা কমে নাই জালা পোরাও
      কমে নাই মাঝে মাঝে গরম পানি আর লবন দিয়ে গরগড়া করি তাতে ও
      কোন লাভ হয়না
      ডাঃ কাছে গিয়েছি কয়েক বার ডাঃ চেকাপ করে গ্যাস্ট্রিক ঔষদ ও ভিটামিন বি১ ২ ৬
      রিবোফ্লাভিন জাতীয় ঔষদ দিয়েছে তাতে ও কোন কাজ হয়না
      আমার ব্যাথা ও জালা পোড়া দিনদিন সযযের বাইরে যাচছে আমি এখন কি করবো
      মাঝে মধ্যে টেনশনএ ভালো লাগেনা
      আমাকে চিকিৎসা জানালে ভালো হতো

      আমি থাকি ডুবাই জিহবায় ব্যাথা পেয়েছি ডুবাই গলার ডাঃ এর কাছে
      কিনতু আমার গলায় ব্যাথা নাই মাঝেমাঝে ঠানডা লাগলে একটু সমস্যা হয়
      পরে ঠিক হয়ে যায়
      আমার সমস্যা
      ১ জিহবা ব্যাথা ও জালা পোড়া করে
      ২ গ্যাস্ট্রিক বুকের নিচে কামর দিয়ে ধরে রাখে
      গ্যাস্ট্রিকের ওষধ পতিদিন খাইআর কাজ হয়না
      আপনার মোবাইল নামবার টা যদি দেন তাহলে আমি আপনার
      সাথে সরাসির কথা বলতাম
      আমার ঠিকানা
      jakirhossain270@GMail.com
      মোবাইল +971558617220

    • আমার নাম লাভলু।বয়স ২৪। আমার গলার রগ এ টান পড়ছে,,,ডান কাত করে শুলে বাম কাধ হতে ইচ্ছে করে আবার ডান কাত হতে গিয়ে গলার রগে কেমন জানি একটা টান পড়ছে,,,২দিন যাবত এমন হচ্ছে,, এযেন এক অসয্য যন্রনা,এটা কি কোন রোগ,, এমতাবস্থায় আমার এখন কি করা উচিত,,,সুপরামরশ দিলে উপক্রিত হব।ল

  31. আমার নাম মামুন। বয়স ৩২ বছর। গলা ব্যাথার কারণে আমি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলাম। তিনি আমার গলা পরীক্ষা-নিরীক্ষা করে প্রথমবার লিও, ডেসলর, ফাস্ট এক্সআর এবং এ্যামিনিল এবং দ্বিতীয় বার এ্যালসেট ও ট্রিপটিন নামক ঔষধ প্রেসক্রাইব করেছিলেন। এতে আমি যথেষ্ট উপকৃত হলেও গলা সম্পূর্ণ ব্যাথামুক্ত হয়নি। এমতাবস্থায় সুপরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো।

Leave a comment